২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

সংস্কার না হওয়ায় কর্দমাক্ত সড়কে ধানগাছ লাগিয়ে জনতার প্রতিবাদ!

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১১:৪৩ পূর্বাহ্ণ, ২৩ জুন ২০২১

সংস্কার না হওয়ায় কর্দমাক্ত সড়কে ধানগাছ লাগিয়ে জনতার প্রতিবাদ!

নিজস্ব প্রতিবেদক, বরিশাল >> চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়ার ইছাপুরা গ্রামের রাস্তাটি অনেক দিন ধরেই বেহাল হয়ে পড়ে আছে। দেখার যেন কেউ নেই। এ কারণেই এলাকার মানুষ রাস্তায় ধানগাছ লগিয়ে প্রতিবাদ জানিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দীর্ঘদিন যাবৎ বারবার অভিযোগ জানিয়েও এই কাঁচা রাস্তা সংস্কার না হওয়ায়, অবশেষে এলাকাবাসী অভিনব পদ্ধতিতে রাস্তায় ধানগাছ লাগিয়ে বিক্ষোভের পথে হাঁটতে বাধ্য হয়।

দেশ যখন উন্নয়নের মহাসড়কে চলছে, তখন ফরিদগঞ্জের দায়চারা, ইছাপুরা, চৌমুখা, সাহাপুর—এই চার গ্রামের মানুষ উন্নয়নের মহাসড়ক থেকে যেন ছিটকে পড়ছে।

কবি রূপসা, জামালপুর, বালিছাটিয়া, নদৌনা, দায়চারা, চোমুখা, ইছাপুরা ও রামদাশেরবাগের মানুষের ইউনিয়ন পরিষদে যাওয়ার প্রধান রাস্তা এটিই; কিন্তু বর্তমানে এই রাস্তাটি রিকশা, সিএনজি, ইজিবাইক চলাচলের জন্য সম্পূর্ণভাবে অনুপযোগী। এই ব্যাপারে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি আকর্ষণ করছি।’

0 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন