২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

সকালে পটুয়াখালী অতিক্রম করেছে ফনি

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১১:১৬ পূর্বাহ্ণ, ০৪ মে ২০১৯

ঘূর্ণিঝড় ফণী বর্তমানে বাংলাদেশের যশোরে অবস্থান করছে। সকালে ঘূর্ণিঝড়টি পটুয়াখালী অতিক্রম করেছে বলে নিশ্চিত করেছেন জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা বশির আহমেদ।

তিনি জানান, বর্তমানে প্রতি ঘণ্টায় ৬৩ কিলোমিটার বেগে বাতাস বইছে। বেলা ১১টা পর্যন্ত বাতাসের গতি এরকম থাকার পর ঝড় ও বৃষ্টি শুরু হতে পারে।

এদিকে শনিবার সকাল থেকে পটুয়াখালীতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এছাড়া দমকা হাওয়া বয়ে যাচ্ছে। সমুদ্রও উত্তল রয়েছে। নদীতে জোয়ার চলছে।

তবে সকাল ৯টায় এ রির্পোট লেখা পর্যন্ত জেলার কোথাও কোনো দুর্ঘটনার খবর পাওয়া যায়নি।

3 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন