২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

সন্তানের চোখের আলো ফেরাতে বিধবা মায়ের আকুতি

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৯:৩৮ অপরাহ্ণ, ০১ এপ্রিল ২০১৯

নিজস্ব প্রতিবেদক, পিরোজপুর:: নাম বাদশা ফাহাদ (৮)। দেখতে অন্য শিশুদের মতো হলেও সবার মতো সে হেসে-খেলে বেড়াতে পারে না। দেড় বছর আগে ছোট্ট দুর্ঘটনায় চোখের আলো নিভে যায় মাদ্রাসাছাত্র বাদশা ফাহাদের।

দৃষ্টি প্রতিবন্ধী শিশু বাদশা ফাহাদ পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ছোট শৌলা গ্রামের হতভাগ্য দরিদ্র বিধবা মা মাহমুদা বেগমের দুর্ভাগা সন্তান। জন্মের পর বাবা-মা আদর করে সৌদি বাদশার নামে বাদশা ফাহাদ নাম রেখেছিলেন।

দারিদ্র্যের সঙ্গে অন্ধত্বের অভিশাপে স্বপ্ন চুরমার হয়ে গেছে মাহমুদা বেগমের। তবে ডান চোখে আলোর আশা দেখতে পেয়েছেন চিকিৎসকরা। এ আলো ফিরে পেতে ১০ লক্ষাধিক টাকার প্রয়োজন। টাকার জন্য হাটে-বাজারে, স্কুল, মাদ্রাসা ও মসজিদে ঘুরে বেড়াচ্ছেন বাদশা ফাহাদের স্বজনরা। বাদশা ফাহাদ বর্তমানে যাত্রাবাড়ী মদিনাতুল উলুম দৃষ্টি প্রতিবন্ধী হাফিজিয়া মাদ্রাসার ছাত্র।

বাদশা ফাহাদের নানা আবদুল মালেক মল্লিক জানান, বাদশা ফাহাদের চার মাস বয়সে বাবা ফুল ব্যবসায়ী আবুল কালাম সড়ক দুর্ঘটনায় মারা যান। স্বামীর মৃত্যুর মাহমুদা সন্তানসহ চট্টগ্রামের চান্দগাঁও গিয়ে বাসায় বাসায় ঝিয়ের কাজ করে দিনাতিপাত করত।

দেড় বছর আগে বাসায় খেলা করার সময় মাথায় আঘাত লাগলে চোখে সমস্যা দেখা দেয় ফাহাদের। দেশের বিভিন্ন চক্ষু হাসপাতালে চিকিৎসা করেও কোনো লাভ হয়নি। বরঞ্চ আস্তে আস্তে নিভে যায় ফাহাদের চোখের আলো। শেষে ইস্পাহানি ইসলামিয়া আই ইনস্টিটিউটের চিকিৎসকরা ভারতে যাওয়ার পরামর্শ দেন।

গত বছরের ডিসেম্বরে ফাহাদকে স্বজনরা ভারতের কলিকাতা অদ্বিতীয়া বিড়লা শংকরা নেত্রালয় হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসকরা বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর জানান, ডান চোখে আলো আসার সম্ভাবনা আছে। তবে সে জন্য চেন্নাই যেতে হবে। এ মাসের ১৬ এপ্রিল চেন্নাই ডাক্তার দেখানোর তারিখ।

চিকিৎসার জন্য ১০ লক্ষাধিক টাকার প্রয়োজন। এ পর্যন্ত চিকিৎসায় দুই লক্ষাধিক টাকা ব্যয় করে সহায়-সম্বল হারিয়ে দেনায় জর্জড়িত ফাহাদের পরিবার। টাকার জন্য স্বজনরা হাটে-বাজারে, অফিস, স্কুল, মাদ্রাসা ও মসজিদে গিয়ে সবার কাছে হাত পেতেছেন। এভাবে এত বড় অঙ্কের টাকা সংগ্রহ সম্ভব না। তাই মা মাহমুদা বেগম একমাত্র সন্তানের চোখে আলো ফেরানোর জন্য সমাজের বিত্তবানদের সাহায্যের হাত বাড়াতে আবেদন জানিয়েছেন।

সাহায্য পাঠানোর ঠিকানা:

মোসা. মাহমুদা বেগম, অগ্রণী ব্যাংক, মিরুখালী শাখা, সঞ্চয়ী হিসাব নং-০২০০০০৮৮৭১১২৫, মঠবাড়িয়া, পিরোজপুর অথবা বিকাশ নং-০১৭২৬১৫৬৯৮৯।

3 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন