১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

সমুদ্র সৈকত কুয়াকাটায় নির্মিত ‘ইত্যাদি’

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০২:০৪ অপরাহ্ণ, ১৩ মার্চ ২০১৯

দেশের সবচেয়ে জনপ্রিয় বিনোদনধর্মী টিভি ম্যাগাজিন অনুষ্ঠানের নাম ‘ইত্যাদি’। প্রতিবারই দেশের নানা ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ এলাকায় এই অনুষ্ঠানের মঞ্চ তৈরি করা হয়। তুলে ধরা হয় সেসব এলাকার শিক্ষা, সাহিত্য, ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা ও গ্রামীণ সংস্কৃতি।

তারই ধারাবাহিকতায় এবারের ‘ইত্যাদি’র মঞ্চ বসেছে আগুনমুখা, পায়রা ও লোহাদিয়া নদী বিধৌত পটুয়াখালী জেলার নৈসর্গিক লীলাভূমি সাগরকন্যা কুয়াকাটায়। বরাবরের মতো এবারের ‘ইত্যাদি’ও রচনা ও পরিচালনা করেছেন হানিফ সংকেত। উপস্থাপনায়ও থাকবেন তিনি।

১৮ কিলোমিটার দৈর্ঘ্যের কুয়াকাটা সৈকত বাংলাদেশের অন্যতম নৈসর্গিক স্থান। ভৌগলিক অবস্থানের কারণে এ সৈকত থেকে সূর্যোদয় ও সূর্যাস্তের দৃশ্য উপভোগ করা যায়। ঐতিহ্যবাহী এই এলাকার মানুষ সরাসরি উপভোগ করবে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র নতুন পর্বটি।

যখন যে এলাকায় ‘ইত্যাদি’র দৃশ্যধারণ হয় সেই এলাকার বৈশিষ্ট্যকে কেন্দ্র করেই সেট নির্মাণ হয়। এর ফলে দর্শক ওই এলাকার ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে বিস্তারিত জানতে পারেন। কুয়াকাটায়ও তেমন ব্যবস্থা রাখা হয়েছে। এখানে সেট নির্মাণ করা হয়েছে পেছনে সমুদ্র রেখে এবং দুইপাশে অর্ধশতাধিক মাছ ধরার নৌকা দিয়ে।

বরাবরের মতো এবারও ‘ইত্যাদি’ প্রযোজনা করছে ফাগুন অডিও ভিশন। আমন্ত্রিত দর্শক ছাড়াও অসংখ্য মানুষ আশপাশের গাছ ও রাস্তার পাশে দাঁড়িয়ে এবারের পর্বটির দৃশ্যধারণ উপভোগ করেছেন বলে জানায় প্রযোজনা প্রতিষ্ঠানটি। বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডের দর্শকদের জন্য ‘ইত্যাদি’ প্রচারিত হবে আগামী ২৯ মার্চ রাত ৮টার বাংলা সংবাদের পর।

নব্বইয়ের দশকে শুরু হওয়া ‘ইত্যাদি’ দেশের অন্যতম জনপ্রিয় অনুষ্ঠান হিসাবে বহু আগে স্থান করে নিয়েছে। ২৮ বছর ধরে বিটিভিতে প্রচারিত হচ্ছে এটি। এর প্রধান আকর্ষণীয় দিক হলো- সমাজের নানা অসংগতিকে বিদ্রুপ ও রসময় করে উপস্থাপন করা।

এছাড়া নানা-নাতী ও বিদেশি ছবির বাংলা সংলাপও এর বিশেষ আকর্ষণ। বর্তমানে বাংলাদেশে বসবাসরত বিদেশি নাগরিকদের জন্যও থাকে ‘ইত্যাদি’র একটি বিশেষ পর্ব।’’

4 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন