১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

সাংবাদিক আসাদুজ্জামানের বিরুদ্ধে মামলা, আগৈলঝাড়ায় প্রত্যাহার দাবি

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৭:১০ অপরাহ্ণ, ২৪ ফেব্রুয়ারি ২০২০

বার্তা পরিবেশক, আগৈলঝাড়া:: বরিশালের সিনিয়র সাংবাদিক আসাদুজ্জামানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে আগৈলঝাড়া প্রেসক্লাব। সোমবার সকালের এ সাংবাদিক সংগঠনটি মানববন্ধন ও প্রতিবাদ সভার মাধ্যমে এই দাবি তুলে ধরেন। উপজেলা প্রেসক্লাব চত্ত্বরে মানববন্ধন শেষে প্রেসক্লাব কার্যালয়ে প্রেসক্লাব আহবায়ক দৈনিক সমকাল প্রতিনিধি কেএম আজাদ রহমানের সভাপতিত্বে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- প্রেসক্লাব আহবায়ক দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি সরদার হারুন রানা, দৈনিক আমাদের নতুন সময় প্রতিনিধি মো. শামীমুল ইসলাম, একাত্তর টিভি প্রতিনিধি স্বপন দাস এবং দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিনিধি পলাশ দত্ত।

এসময় উপস্থিত ছিলেন- প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দৈনিক ইত্তেফাক প্রতিনিধি তপন বসু, সাবেক সভাপতি দৈনিক যুগান্তর প্রতিনিধি মো.সাইফুল ইসলাম, দৈনিক সংবাদ প্রতিনিধি অপূর্ব লাল সরকার, সাবেক সাধারন দৈনিক যায়যায় দিন প্রতিনিধি প্রবীর বিশ্বাস ননী, সদস্য দৈনিক আমাদের বরিশাল প্রতিনিধি জাহিদুল ইসলাম, সাপ্তাহিক মানবাধিকার বার্তা প্রতিনিধি মনিরুজ্জামান মনির, দৈনিক দখিনের মুখ প্রতিনিধি জয় রায়, বাংলা টিভি প্রতিনিধি নাজমুল রিপন, দৈনিক বরিশালের কাগজ প্রতিনিধি মৃদুল দাস, দৈনিক আমাদের অর্থনীতি প্রতিনিধি বরুন বাড়ৈ এবং দৈনিক সময়ের বার্তা প্রতিনিধি মারুফ মোল্লা প্রমুখ।

এসময় বক্তরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সাংবাদিক আসাদুজ্জামানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা প্রত্যাহারের দাবিসহ ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলেরও দাবি করেন।’

1 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন