২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

সাংবাদিক ভজহরি কুন্ডু’র মৃত্যুবাষিকীতে স্মরণসভা অনুষ্ঠিত

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৪:৪৮ অপরাহ্ণ, ০৬ জুলাই ২০২০

বার্তা পরিবেশক কলাপাড়া (পটুয়াখালী) :: দৈনিক সংবাদের কলাপাড়া প্রতিনিধি ও কলাপাড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ভজহরি কুন্ডু’র তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। সভার শুরুতে ভজহরি কুন্ডুর আত্মার শান্তি কামনায় দাড়িয়ে এক মিনিটি নিরবতা পালন করা হয়।

রোববার (৫ জুলাই) সন্ধ্যা ৭টায় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবীর।

প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মিলন কর্মকার রাজুর সঞ্চালনায় স্মরণসভায় ভজহরি কুন্ডু’র কর্মময় জীবনের উপর আলোচনা করেন কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, প্রেসক্লাবের সাবেক সভাপতি মেজবাহউদ্দিন মাননু, সাধারণ সম্পাদক এস এম মোশারফ হোসেন মিন্টু, সাবেক সাধারণ সম্পাদক নেছারউদ্দিন আহমেদ টিপু, সাংবাদিক জীবন কুমার মন্ডল, বশির উদ্দিন বিশ্বাস, অমল মুখাজী, জসীম পারভেজ। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক মো. এনামুল হক, মো. হাফিজুর রহমান, অ্যাডভোকেট গোফরান বিশ্বাস পলাশ প্রমুখ।

প্রসঙ্গত, উপকূলীয় এলাকার প্রথিতযশা সাংবাদিক ভজহরি কুন্ডু ২০১৭ সালের ৫ জুলাই হৃদরোগে আক্রান্ত হয়ে ৫৮ বছর বয়সে পরলোকগমন করেন। মৃত্যুর আগ পর্যন্ত দৈনিক সংবাদ পত্রিকার কলাপাড়া ও আমতলী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া কলাপাড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্যসহ তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন।

5 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন