২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

সাইকেলে চড়ে ২ ভারতীয় যুবক মৌলভীবাজারে

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৬:০০ অপরাহ্ণ, ০৬ ডিসেম্বর ২০১৯

বার্তা পরিবেশক, অনলাইন:: ‘লাগেনা জল, লাগেনা তেল, চালাও সাইকেল’- এ মন্ত্রে বাইসাইকেল চালিয়ে কলকাতা থেকে মৌলভীবাজার! বিষয়টি আশ্চর্যজনক হলেও এমনি এক কীর্তি গড়েছেন ভারতীয় দুই যুবক। কলকাতা থেকে ভ্রমণ করে আসা ওই দুই যুবকের নাম শরৎচন্দ্র নস্কর ও সুব্রত দাশ।

বৃহস্পতিবার রাত ৮টায় তারা বাইসাইকেলযোগে মৌলভীবাজারে এসে পৌঁছান। সেখানে তাদেরকে বরণ করেন মৌলভীবাজার সাইক্লিং কমিউনিটির নেতৃবৃন্দসহ সাংবাদিকরা।

আলাপকালে ভারতীয় নাগরিক শরৎ ও সুব্র্রত জানান, বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এই সম্পর্ক ধরে রাখতে পরিবেশবান্ধব বাইসাইকেল নিয়ে তাদের এই ভ্রমণ। এ সময় তারা আরও বলেন, তারা বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে সিলেটের তামাবিল সীমান্ত পর্যন্ত বাইসাইকেল চালিয়ে এসেছেন। দুই দিন মৌলভীবাজারে অবস্থান করে পুনরায় কলকাতায় ফিরে যাবেন।

এ ব্যাপারে মৌলভীবাজার সাইক্লিং কমিউনিটির এডমিন রাজীব দে বলেন, ‘তারা দুইজনই অনেক বন্ধুসুলভ মানুষ। মৌলভীবাজারে তারা দুই দিন আমার বাসায় থাকবেন। এছাড়া ভারত ভ্রমণকালে এই দুই সাইক্লিস্ট আমাকে অনেক সহায়তা করেছিলেন।’

0 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন