১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

সাপের কামড় খেয়ে প্রাণ বাঁচাতে কেটে ফেললেন নিজের আঙুল!

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৫:১০ অপরাহ্ণ, ০১ নভেম্বর ২০১৯

বার্তা পরিবেশক, অনলাইন:: পাহাড়ে কাজ করতে গিয়েছিলেন ৬০ বছরের ঝাং। সেখানে পাহাড়ের জঙ্গলে তার হাতে কামড়ে দেয় দিনাগকিস্ট্রোজন অ্যাকুটাস নামের বিষাক্ত সাপ। সেই বিষধর সাপের কামড় খেয়ে ভয় পেয়ে যান ঝাং।

নিজের প্রাণ বাঁচাতে তিনি ছুরি দিয়ে নিজের তর্জনী কেটে ফেলেন। তার পর সেখানে লাগিয়ে নেন দড়ি। ঝাংয়ের এই ‘কাণ্ড’ নিয়েই আলোচনা শুরু হয়েছে নেটদুনিয়ায়।

এরপর ঝাংকে নিয়ে যাওয়া হয় হাংঝাউ হসপিটাল অফ ট্রাডিশনাল চাইনিজ মেডিসিনে। সেখানকার চিকিৎসকরা প্রয়োজনীয় চিকিৎসা করেন ওই ব্যক্তির।

হাসপাতালের চিকিৎসক ইউয়ান চেংদা জানান, ঝাং হাসপাতালে এসে বলেন, জীবন বাঁচাতে আমি আঙুল কেটে ফেলেছি।

চিকিৎসকরা বলেছেন, ওই ব্যক্তি ভেবেছিলেন সাপ কামড়ানোর পর পরই মরে যাবেন তিনি। এই ভুলের বশবর্তী হয়ে তিনি আঙুল কেটেছিলেন। সেই আঙুল কাটা অপ্রয়োজনীয় ছিল বলেও জানিয়েছেন চিকিৎসক।

দিনাগকিস্ট্রোজন অ্যাকুটাস একটি বিষধর সাপ। চীনের দক্ষিণ-পূর্ব, ভিয়েতনামের উত্তরাংশ ও তাইওয়ানে এই সাপের দেখা মেলে। আনন্দবাজার।

3 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন