২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

সাবেক মেজর রাশেদ হত্যা: আদালতে ওসি প্রদীপসহ ৭ পুলিশ

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৫:৫৮ অপরাহ্ণ, ০৬ আগস্ট ২০২০

বার্তা পরিবেশক অনলাইন:: অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় রাশেদকে গুলি করা টেকনাফের সেই পুলিশ কর্মকর্তা লিয়াকতসহ ৭ আসামিকে আদালতে তোলা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে তাদের পুলিশ হেফাজতে আদালতে তোলা হয়। এনিয়ে কক্সবাজার আদালত চত্বরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুলিশের পাশাপাশি গোয়েন্দা সংস্থার উপস্থিতি রয়েছে চোখে পড়ার মতো। মেজর সিনহা হত্যার আসামিদের আদালতে আনার খবরে অসংখ্য মানুষ ভিড় করেছেন আদালত চত্বরে।

এদিকে মেজর সিনহা হত্যা মামলার আসামি চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের হাসপাতালে আসার পর গ্রেফতার হওয়া টেকনাফের প্রত্যাহারকৃত ওসি প্রদীপ কুমার দাসকেও বিকেল ৫টার দিকে কক্সবাজার আদালতে নেয়া হয়েছে। তবে আদালত এলাকা পুলিশ ঘিরে রাখায় আসামিদের রাখার স্থান কিংবা গাড়ি থেকে নামানোর কোনো ছবি তুলতে পারেননি গণমাধ্যমকর্মীরা।

এর আগে মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে নিহত সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে টেকনাফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে টেকনাফ থানার ওসি প্রদীপ কুমারসহ নয়জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে রাতে টেকনাফ থানায় মামলাটি নথিভুক্ত হয়। বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে মামলাটির তদন্তভার র‌্যাবকে দেন আদালত।

উল্লেখ্য, ৩১ জুলাই (শুক্রবার) রাত ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান।

6 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন