২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

সারা দেশে ইন্টারনেট সেবায় এক রেট নির্ধারণ

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৪:৪১ অপরাহ্ণ, ০৬ জুন ২০২১

সারা দেশে ইন্টারনেট সেবায় এক রেট নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল >> এক দেশ এক রেটের আওতায় সারা দেশের ব্রডব্যান্ড ইন্টারনেটের একই মূল্য নির্ধারণ করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। আজ রোববার (৬ জুন) এ বিষয়ে একটি ঘোষণা দিয়েছে বিটিআরসি।

নতুন এই নিয়মে সারা দেশের গ্রাম বা শহরে একটি প্যাকেজের আওতায় একই মূল্যে ইন্টারনেট সেবা পাওয়া যাবে। বিটিআরসি এই কর্মসূচির নাম দিয়েছে ‘এক দেশ, এক রেট’। এই কর্মসূটির আওতায় ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য তিনটি প্যাকেজ থাকবে।

তিনটি প্যাকেটে আওতায় ৫ এমবিপিএস গতির প্রথম প্যাকেজের মূল্য সর্বোচ্চ ৫০০ টাকা, ১০ এমবিপিএস গতির দ্বিতীয় প্যাকেজের মূল্য সর্বোচ্চ ৮০০ টাকা এবং ২০ এমবিপিএস গতির তৃতীয় প্যাকেজের মূল্য সর্বোচ্চ ১২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে ইন্টারনেট সেবাদাতারা বলছেন, এই দাম কার্যকর হলে ঢাকায় ব্রডব্যান্ড ইন্টারনেটের দাম প্যাকেজ প্রতি মাসে ১০০ থেকে ২০০ টাকা কমবে। সুফল পাবেন জেলা, উপজেলা ও ইউনিয়নের ইন্টারনেট ব্যবহারকারীরাও।

0 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন