২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

সুস্থতার ৬ মাস পর আবারও আক্রান্ত হতে পারেন করোনায়!

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৬:৪৪ অপরাহ্ণ, ৩০ মে ২০২০

বার্তা পরিবেশক, অনলাইন :: প্রাণঘাতী করোনা থেকে সুস্থ হয়ে হওয়ার পর মানুষের শরীরে যে রোগ প্রতিরোধ ক্ষমতার সৃষ্টি হয় তা মাত্র ছয় মাসের জন্য স্থায়ী হয়। ফলে ছয় মাস পর একজন রোগীর আবারও করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে। সম্প্রতি এক গবেষণায় এমনটি দাবি করেছেন নেদারল্যান্ডসের একদল গবেষক।
স্বাস্থ্য বিজ্ঞান সম্পর্কিত ম্যাডকাইভ নামক একটি ওয়েবাইটে একটি গবেষণাপত্র প্রকাশ করেন। পশ্চিম নেদারল্যান্ডসের ১৩ জন গবেষক ১০ জন করোনা রোগীর ওপর এই গবেষণাটি চালিয়েছেন।
গবেষণায় দাবি করা হয় যে করোনা ভাইরাসের রোগ প্রতিরোধ ক্ষমতা অল্প সময়ের জন্য স্থায়ী হয়।
গবেষণাতে বলা হয় কোভিড-১৯ ছাড়াও ১৯৮৫ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত অন্যান্য করোনা ভাইরাসে আক্রান্ত ১০ জন রোগীর ওপর পরীক্ষা চালিয়ে এমন তথ্য জানা গেছে।
প্রাণঘাতী নভেল করোনা ভাইরাসের এখনো কোন প্রতিষেধক বের হয়নি। তাই বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব মেনে চলা ছাড়া এটিকে প্রতিরোধ করা সম্ভব নয়।

3 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন