২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

সেনাবাহিনীতে চাকরির নামে প্রতারণা, আটক ১

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৬:০০ অপরাহ্ণ, ১৫ ডিসেম্বর ২০১৯

বার্তা পরিবেশক, অনলাইন::: নড়াইলে সেনাবাহিনীতে চাকরি দেয়ার কথা বলে প্রতারণার অভিযোগে আক্তার হোসেন (৫৩) নামে এক ব্যক্তিকে আটক করেছে ডিবি পুলিশ। রোববার বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন। আটক আক্তার নড়াইল সদরের মধুরগাতি গ্রামের সুলতান আহমেদ ফকিরের ছেলে।

পুলিশ জানায়, নড়াইল পৌরসভার ভাটিয়া এলাকার তপন মজুমদারের ছেলে জয় মজুমদারকে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি দেয়ার কথা বলে আক্তার হোসেন প্রতারণার চেষ্টা করছিলেন। শনিবার গভীর রাতে মধুরগাতি এলাকা থেকে আক্তারকে আটক করে ডিবি পুলিশ। তার কাছ থেকে সেনাবাহিনীতে চাকরির ভুয়া দু’টি আবেদন, পুলিশ ভেরিফিকেশনের কাগজপত্রসহ বিভিন্ন কাগজপত্র জব্দ করা হয়েছে। পাঁচ লাখ টাকার বিনিময়ে আক্তার হোসেন জয় মজুমদারকে সেনাবাহিনীতে চাকরি দেয়ার কথা বলে প্রতারণার চেষ্টা করছিলেন বলেও জানান পুলিশ সুপার।

4 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন