২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

সেলুনে ঘাড় ফোটাতে গিয়ে এই অবস্থা হয়েছে তার

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১২:৫৬ পূর্বাহ্ণ, ১০ জুলাই ২০১৯

এক্সরেটি তীব্র ঘাড় ব্যথা নিয়ে আসা একজন ২৮ বছর বয়সী যুবকের। উনার ঘাড়ের ৪ নম্বর কশেরুকা থেকে উপরের অংশ পেছন দিকে সরে গেছে যাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় সারভাইক্যাল স্পন্ডাইলোলিসথেসিস বলে। সহজ বাংলায় ঘাড় মচকে বা ভেঙে যাওয়া।

ইতিহাস নিয়ে জানা গেল সেলুনে ঘাড় ফোটাতে গিয়ে এই অবস্থা হয়েছে তার। ঘটনা কতটা ভয়াবহ! সবার উচিৎ সেলুনের ঘাড় ফোটানো বা ম্যাসাজ থেকে বিরত থাকা।

3 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন