২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

সৌদি যুবরাজ ও পুতিনের ফোনালাপ

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০২:১৮ অপরাহ্ণ, ২৮ মে ২০২০

বার্তা পরিবেশক, অনলাইন :: বিশ্ববাজারে তেলের দাম নিয়ে সৌদি যুবরাজ ও রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের ফোনালাপ হয়েছে। আল আরাবিয়ারও রয়টার্স এর প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

ফোনালাপে দুজনের মধ্যে বিশ্ববাজারে তেলের দাম, তেল উৎপাদন ও খরচসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়। তারা উভয়ই তেলের উৎপাদন কমাতে একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছেন। তবে তেল সম্মেলনের দুই সপ্তাহ আগে এই আলোচনা হলো।

রাশিয়ান কর্মকর্তারা জানিয়েছেন, প্রেসিডেন্ট পুতিন ওপেক প্লাস গ্রুপের নিয়মের আওতায় তেল উৎপাদন রোধে এপ্রিলের চুক্তিগুলো বাস্তবায়নের জন্য যৌথ প্রচেষ্টার প্রতি গুরুত্ব দিতে জোর দিয়েছেন।

মস্কো বলছে, সৌদি আরব ও রাশিয়ান জ্বালানি মন্ত্রণালয় তেল উৎপাদন এবং অন্যান্য ইস্যুতে একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে।

2 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন