২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

স্ত্রীর বিনা অনুমতিতে দ্বিতীয় বিয়ে, স্বামীর দণ্ড

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৮:১৫ অপরাহ্ণ, ২৬ ফেব্রুয়ারি ২০২০

বার্তা পরিবেশক, অনলাইন ::  বাগেরহাটের চিতলমারী উপজেলায় স্ত্রীর বিনা অনুমতিতে দ্বিতীয় বিয়ে করায় স্বামী নিজামুদ্দিন শেখের (৪৭) তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড হয়েছে। তিনি চিতলমারী সরকারি বঙ্গবন্ধু মহিলা এমএলএসএস পদে কর্মরত। বুধবার ওই মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. বাবুল মিয়া সাংবাদিকদের জানান, ঘটনাটি তিনি শুনেছেন। রায়ের কপি পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তিন সন্তানের জননী ও মামলার বাদী রোজিনা বেগম বলেন, রায়ে আমি সন্তুষ্ট হয়েছি। আমার স্বামী না জানিয়ে দ্বিতীয় বিয়ে করে। এরপরেও সে আমাকে যৌতুকের চাপসহ নানা নির্যাতন করেছে। তিনটি সন্তান নিয়ে অর্ধাহারে দিন কাটলেও পাষণ্ড স্বামীর এতটুকু দয়া হয়নি।

গত ২৫ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বাগেরহাটের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এ রায় দেন। আদালতের রায়ে দণ্ডিত নিজামুদ্দিন শেখ (৪৭) উপজেলার আড়ুয়াবর্নী চরপাড়া গ্রামের মোতালেব শেখের পুত্র। তার স্ত্রী রোজিনা বেগম হেনা বাদী হয়ে তার বিরুদ্ধে ২০১৮ সালের ২৬ এপ্রিল ওই মামলা করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত স্বামী নিজামুদ্দিন শেখের বক্তব্য পাওয়া যায়নি।

2 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন