২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

স্ত্রী’র যৌতুক মামলায় সরকারি কর্মকর্তা কারাগারে

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৭:৫৩ অপরাহ্ণ, ১০ নভেম্বর ২০১৯

নিজস্ব প্রতিবেদক বরিশাল:: স্ত্রী’র দায়ের করা যৌতুক ও নির্যাতনের মামলায় বরিশালের উজিরপুরে মাইনুল ইসলাম (৩০) নামে এক সরকারি কর্মকর্তাকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে।

সে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা ও একই উপজেলার বড়াকোঠা ইউনিয়নের সাকরাল গ্রামের ফজলুল হক হাওলাদারের ছেলে।

শনিবার (৯ নভেম্বর) দুপুরে নিজ এলাকা থেকে উজিরপুর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৮ সালে মাইনুল নিজ উপজেলার সাকরাল গ্রামের ইউনুস সরদারের মেয়ে সোনিয়া আক্তারকে বিবাহ করেন। বিবাহের পর থেকেই তাদের দাম্পত্য জীবনে কলহ লেগেই ছিলো।

এরই ধারাবাহিকতায় মাইনুলের স্ত্রী সোনিয়া বাদী হয়ে সম্প্রতি বরিশাল অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে যৌতুক ও নারী নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে।

আদালতের বিচারক মারুফ হোসাইন মামলাটি আমলে নিয়ে আসামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেন। এরপরই উজিরপুর মডেল থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করে এবং আদালতের বিচারক তাকে (মাইনুল) জেল হাজতে প্রেরণ করেন।

1 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন