২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের দিনই চালু হবে ট্রেন চলাচল

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৭:৫২ অপরাহ্ণ, ২৫ সেপ্টেম্বর ২০২০

নিজস্ব সংবাদদাতা, বরিশাল:: স্বপ্নের পদ্মা সেতু যেদিন চালু হবে সেদিনই রাজধানী ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত রেল চলাচল শুরু হবে। ২০২৪ সালের মধ্যে ঢাকা থেকে মাওয়া হয়ে যশোর পর্যন্ত রেল চলবে। পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের কাজ পরিদর্শনে গিয়ে গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের এ কথা রেলমন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন। এর আগে তিনি ভাঙ্গার বামনকান্দায় রেলওয়ে জংশনের প্রস্তাবিত এলাকা পরিদর্শন করেন।

এর আগে রেলমন্ত্রী ভাঙ্গা রেলস্টেশনে এসে পৌঁছালে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও উপজেলার চেয়ারম্যানের পক্ষ থেকে ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানানো হয়। এরপর পুলিশের একটি দল মন্ত্রীকে গার্ড অফ অনার প্রদান করেন।

চলতি বছর ২৬ জানুয়ারি ভাঙ্গার সঙ্গে ফরিদপুর ও রাজবাড়ীর রেল চলাচল শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্স এর মাধ্যমে এ উদ্বোধন করেন।

4 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন