২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

স্যামির অভিযোগ অস্বীকার করলেন ইরফান

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৬:০৪ অপরাহ্ণ, ০৮ জুন ২০২০

বার্তা পরিবেশক, অনলাইন :: মার্কিন যুক্তরাষ্ট্রের বর্ণবিদ্বেষী লড়াই এখন ছড়িয়ে পড়ছে বিশ্বের নানান প্রান্তে। জানা যাচ্ছে এমন কালো-সাদা ভেদাভেদের একাধিক ঘটনা। এবার বাদ গেল না ইন্ডিয়ান প্রিমিয়ার লিগও। আইপিএল নিয়ে সম্প্রতি এমন কিছু ঘটনার কথা বলে বসেছেন, ক‍্যারিবিয়ান ক্রিকেটার ডারেন স‍্যামি। তা প্রকাশ‍্যে আসতেই এসব অভিযোগ অস্বীকার করলেন স্যামির আইপিএল সতীর্থ পার্থিব প্যাটেল, ভেনুগোপাল রাও এবং ইরফান পাঠান।

ভারতে আইপিএল খেলতে এসে বর্ণবিদ্বেষী শ্লোগান শুনেছেন ড্যারেন স্যামি। ওয়েস্ট ইন্ডিজের টি–টোয়েন্টি বিশ্বকাপ জয়ী অধিনায়কের এমন দাবিতে তোলপাড় ক্রিকেট বিশ্ব। স্যামির দাবি সানরাইজার্স হায়দরাবাদে খেলার সময় তাকে ও শ্রীলঙ্কার ক্রিকেটার সতীর্থ থিসারা পেরেরাকে ‘কালু’ নামে ডাকত দর্শকেরা। কালু শব্দটার মানে যে কালো সেটি নাকি সবেই জেনেছেন স্যামি। আর জেনেই সরব হয়েছেন প্রতিবাদে। তখন জানতেন না।

স্যামির অভিযোগ শুনে তার হায়দরাবাদ সতীর্থ দাবি করলেন তাদের এমন ঘটনা জানা নেই। এদের একজন পার্থিব প্যাটেল। ভারতের এই উইকেটকিপার ব্যাটসম্যানের দাবি তিনি এমন কিছু শোনেননি, ‘আমি মনে করতে পারছি না এমন কোনো শব্দ শুনেছি।’

ভারতের আরেক সাবেক ব্যাটসম্যান ও অন্ধ্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের বর্তমান কর্তা বেনুগোপাল রাও বিতর্কে পাশ কাটিয়ে গেলেন। বলেন, ‘আমি ঠিক নিশ্চিত নয়। এরকম কিছু জানা নেই।’

এদিকে, ভারতের সাবেক তারকা ক্রিকেটার ইরফান পাঠানও এ সম্পর্কে কিছুই শোনেননি বলে জানিয়েছেন। ইরফান ২০১৪ সালে স্যামির সঙ্গে একই দলে খেলেছিলেন। ইরফান বলেন, ‘আমি ২০১৪ সালে স্যামির সঙ্গে খেলেছি। এমন ঘটনা যদি ঘটত, তাহলে এটা নিয়ে অবশ্যই কথা হত। তাই যেহেতু এটা নিয়ে কোনও আলোচনা হয়নি, তাই আমি এই ব্যাপারে তেমন কিছু জানিনা। তবে আমি এই ধরনের শব্দের ব্যবহার ঘরোয়া ক্রিকেটে দেখেছি। তাই আমি মনে করি, লোকজনকে এই বিষয়ে সচেতন করতে হবে। আমি কারও নাম বলতে চাই না, তবে দক্ষিণাঞ্চলের ক্রিকেটাররা উত্তর এবং পশ্চিমাঞ্চলে খেলতে গেলে এমন মন্তব্য শুনে থাকে।’

0 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন