২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

সড়ক অবরোধ করে বিএম কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০১:৩০ অপরাহ্ণ, ২৫ ফেব্রুয়ারি ২০২১

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স চতুর্থ বর্ষের স্থগিত সব লিখিত ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা গ্রহণের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বরিশাল বিএম কলেজের শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় দাবি আদায়ে কলেজ সম্মুখস্থ নথুল্লাবাদ টু হাসপাতাল রোড অবরোধ করে।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, আকস্মিকভাবে পরীক্ষা স্থগিত হয়ে যাওয়ায় তাদের শিক্ষাজীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এর প্রতিবাদে তারা মাঠে নেমেছে।

অবরোধের ফলে সড়কের দুই পাশে বিপুলসংখ্যক যানবাহন ও সাধারণ মানুষ আটকা পড়েছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দাবি পূরণে ব্যবস্থা নেওয়া হবে বলে কলেজ অধ্যক্ষ শিক্ষার্থীদের আশ্বাস দিলেও আন্দোলনকারীরা অবরোধ তুলে নিতে রাজি হননি। ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।’

1 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন