২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

হঠাৎই ‘গুগল বিচ্ছিন্ন’ যেসব দেশ

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৭:০৪ অপরাহ্ণ, ২০ ডিসেম্বর ২০১৯

বার্তা পরিবেশক, অনলাইন:::  একসঙ্গে বেশ কয়েকটি ফাইবার অপটিক কেবল বিচ্ছিন্ন হওয়ায় পূর্ব ইউরোপ, ইরান এবং তুরস্কে কিছু সময়ের জন্য বন্ধ ছিল গুগল সেবা। এ ধরনের ঘটনা ‘খুবই অস্বাভাবিক’ বলে জানানিয়েছে কর্তৃপক্ষ।

বিবিসি’র প্রতিবেদনে বলা হয়েছে, ওই অঞ্চলগুলোতে প্রায় দুই ঘন্টার মতো গুগল সেবা বন্ধ ছিল। তবে, গুগলের দাবি ওই অঞ্চলগুলোতে মাত্র ৩০ মিনিট সেবা কার্যক্রম বন্ধ ছিল। সমস্যা সমাধানে গুগলের অন্যান্য সার্ভারের সঙ্গে সংযুক্ত হতে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে পরামর্শ দিয়েছে সার্চ ইঞ্জিন জায়ান্ট মার্কিন প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানের এক বিবৃতিতে, ‘একসঙ্গে কয়েকটি ফাইবার কেবল কেটে যাওয়ার কথা’-জানিয়ে এমন ঘটনাকে বিরল দাবি করেছে গুগল।

অন্যদিকে বিবিসি মনিটরিংয়ের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে, বৃহস্পতিবার সকালে বুলগেরিয়া, ইরান এবং তুরস্কে প্রায় দুই ঘন্টা ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন ছিল।

2 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন