২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

হাজার ডলারে ভালুক শিকারের অনুমতি পেলেন ট্রাম্পপুত্র!

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৯:৫৮ অপরাহ্ণ, ২২ ফেব্রুয়ারি ২০২০

বার্তা পরিবেশক, অনলাইন :: মার্কিন যুক্তরাষ্ট্রের আলাস্কার উত্তর-পশ্চিমে সেওয়ার্ড উপদ্বীপে ভালুক শিকার করতে চেয়ে আবেদন করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে। তিনি অনুমতি পেয়েছেন। শিকারের জন্য তাকে জমা দিতে হবে এক হাজার মার্কিন ডলার বা ৮৪ হাজার টাকার কিছু বেশি। শুক্রবার আলাস্কার বন্যপ্রাণী সংরক্ষণ দপ্তরের প্রধান এডি গ্রাসার একথা জানিয়েছেন।

আলাস্কায় নির্দিষ্ট সময় অন্তর সরকার ভালুক ও অন্যান্য বন্যপ্রাণী শিকারের অনুমতি দেয়। যারা শিকারের অনুমতি চেয়ে আবেদন করেন তাদের মধ্যে থেকে লটারিতে কয়েকজনকে বেছে নেওয়া হয়।

এডি গ্রাসার জানান, প্রতি বছর কয়েক হাজার মানুষ শিকার করার জন্য আবেদনপত্র দেন। শুক্রবার লটারির ফল ঘোষিত হয়েছে। তাতেই দেখা যায়, ভালুক শিকারের অনুমতি পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র।

মার্কিন প্রেসিডেন্টের বড় ছেলে অতীতেও কানাডা ও আলাস্কায় কয়েকবার শিকার করেছেন। চলতি বছরের শেষেই তিনি আলাস্কায় হরিণ ও হাঁস শিকার করতে যাবেন।

2 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন