২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

হারাবার কিছু নেই

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৭:৪৭ অপরাহ্ণ, ০৮ অক্টোবর ২০২১

হারাবার কিছু নেই

কবি- ফারহান ইসলাম সোহেল
=====================
যার কিছু নেই সে হারাবে কি বল,
হারানোর কিছু নেই বলে নিশ্চুপ তার মন,
তবুও তো কিছু কষ্টঘন জীবন চলে,
যার ব্যাথা কখনো যায় না ভুলে,
হারানোর কিছু নেই যে এই ভবে।
যে একাকী থাকে নিশ্চুপ মনে,
শত-সহস্র কষ্ট স্পর্শ হবে কিভাবে?
কষ্ট নিয়েই তো তার বাস,
বেচে থাকা এক জ্যন্ত লাশ,
হারানোর কিছু নেই যে তার।
সবচেয়ে যাকেই আপন ভাবে এই ভবে,
অবশেষে কষ্ট পেয়ে ঘরে ফিরে আসি তবে।
কিসের আপন কিসের পর,
জীবন মানেই হয়তো যাযাবর,
হারানোর কিছু নেই অতঃপর।
সেই সোনালী দিনগুলো আজ যেন কেমন,
নিজেকে নিজের মাঝে এক অসহায়ত্ব জীবন,
বেচে থাকা বড়ই দ্বায়িত্ব ভুবনে যেমন,
এ বেচে থাকার চেয়ে হয়তো ভালো তার মরন,
হারানোর কিছু নেই তবে এক লক্ষ্যহীন জীবনযাপন।
3 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন