২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

হিজলায় দেড় লাখ মিটার কারেন্ট জালে জব্দ-অগ্নিসংযোগ

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৭:১২ অপরাহ্ণ, ০৭ জুলাই ২০২০

বার্তা পরিবেশক হিজলা (বরিশাল):: বরিশালের হিজলা কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার এম আলমগীর হোসেনের নেতৃত্বে মঙ্গলবার বিকেলে মেঘনা নদীতে অভিযান চালিয়ে ১ লাখ ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে অগ্নিসংযোগ করা হয়েছে। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা অনিল কুমার দাস উপস্থিত ছিলেন।

কোস্টগার্ডের হিজলা স্টেশন কন্টিনজেন্ট কমান্ডার আলমগীর হোসেন জানান, মঙ্গলবার সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত কোস্টগার্ড অভিযান পরিচালনা করে মেঘনা নদীর বাউশিয়া, চর হিজলা, লালখারাবাদ, শিন্নিৱচর, চরশেফালী, বাবনার চর, নলবুনিয়া, বহেশ পট্টি, কাকুরিয়া এলাকা থেকে ১ লাখ ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ্দ করে। যার আনুমানিক মূল্য ৪২ লক্ষ টাকা। জাল গুলো হিজলা স্টেশনে উপজেলা মৎস্য কর্মকর্তা অনিল কুমার দাস এর উপস্থিতিতে পুড়ে দেয়া হয়।

3 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন