২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

হিজলার লাইব্রেরী ব্যবসায়ীরা পুঁজি হারিয়ে দিশেহারা

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৭:০৫ অপরাহ্ণ, ২৯ অক্টোবর ২০২০

মো. সেলিম রাঢী, হিজলা:: বরিশালের হিজলা উপজেলার লাইব্রেরী ব্যবসায়ীরা পুঁজি হারিয়ে মানবেতর জীবন-যাপনে দিশেহারা হয়ে পড়েছে। করোনাকালীন সকল লাইব্রেরী বন্ধ ঘোষণা করে বাংলাদেশ কেন্দ্রীয় পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি। বরিশাল জেলা কমিটির নির্দেশ মোতাবেক হিজলা উপজেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি গত ২৪ ই র্মাচ থেকে উপজেলার সকল লাইব্রেরী বন্ধ ঘোষণা করে। দীর্ঘদিন বন্ধ থাকার পর সরকার ঘোষণা মোতাবেক সীমিত আকারে লাইব্রেরী খুললে স্কুল কলেজ মাদ্ররাসা বন্ধ থাকায় প্রতিষ্ঠানগুলোতে নেই কোনো কেনা-বেচা। ব্যবসায়ীরা বসে বসে ঘরের ভাড়া বিদ্যুৎ বিল ইত্যাদি খরচ মিটাতে হিমশিম খাচ্ছে। শিক্ষিত জাতি গঠনে লাইব্রেরী প্রতিষ্ঠান একটি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে। অথচ করোনার থাবায় আজ এই ব্যবসায়ীদের করুণ অবস্থা হলেও দেখার যেন কেউ নাই। কিন্তু সরকার করোনার দোহাই দিয়ে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখছে।

হিজলা উপজেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি অধ্যাপক মীর আবদুল মাজেদ আলাপকালে বরিশালটাইমসকে বলেন, ২ মাস হয়েছে একটি বই বিক্রি করতে পারিনা। ভাগ্য ভালো পরিবারে সরকারী চাকরিজীবী আছে, না হলে পথে বসতে হতো। বরিশাল জেলা পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সাধারণ সম্পাদক ও ইসলামিয়া লাইব্রেরীর মালিক আবু বক্কর ছিদ্দিক বলেন- দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় আজ দিশেহারা হয়ে পড়েছি। লাখ লাখ টাকার দেনায় জর্জরিত হয়েছি। তার পরেও আল্লাহ ওপর ভরসা করে আছি, ভাগ্যে কী আছে দেখার অপেক্ষায়।

1 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন