২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

হিজলায় মা ইলিশ সংরক্ষণের লক্ষে মতবিনিময় সভা

বরিশালটাইমস, ডেস্ক

প্রকাশিত: ০৮:১৬ অপরাহ্ণ, ৩০ সেপ্টেম্বর ২০২২

হিজলায় মা ইলিশ সংরক্ষণের লক্ষে মতবিনিময় সভা

হিজলা (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের হিজলা উপজেলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২২ ইং সফল করার লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৩০ সেপ্টেম্বর বিকাল ৫ টার সময় হিজলা নৌপুলিশ ফাঁড়ির আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল অঞ্চল নৌ পুলিশ সুপার কফিল উদ্দিন।

আরও উপস্তিত ছিলেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন, বরজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ এনায়েত হোসেন হাওলাদার, হরিনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈাফিকুর রহমান, হিজলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইউনুস মিয়া, ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির সভাপতি জাকির সিকদার প্রমুখ।

মতবিনিময় সভা পরিচালনা করেন হিজলা নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শক বিকাশ চন্দ্র দে।

এ সময় প্রধান অতিথি পুলিশ সুপার কফিল উদ্দিন বলেন আগামী ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত মা ইলিশ সংরক্ষণের সময়। মেঘনা নদীর জাতীয় সম্পদ ইলিশ আপনাদের।আমরা শুধ আপনাদের সম্পদ রক্ষা করার দায়িত্বে নিয়োজিত। তাই এ বছর মা ইলিশ রক্ষা করতে পারলে আগামীতে আপনারা ফল ভোগ করবেন।

6 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন