২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

হেলিকপ্টারে চড়ে বিয়েতে হাজির সরকারি চিকিৎসক

বরিশালটাইমস, ডেস্ক

প্রকাশিত: ০৭:১৭ অপরাহ্ণ, ২৬ নভেম্বর ২০২২

হেলিকপ্টারে চড়ে বিয়েতে হাজির সরকারি চিকিৎসক

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বিয়েতে যাওয়ার জন্য কয়েক লাখ টাকা খরচ করে হেলিকপ্টার ভাড়া করেছেন প্রভাত কুমার নামে এক যুবক। পেশায় ওই যুবক একজন সরকারি চিকিৎসক। এই ঘটনায় শোরগোল পড়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রভাত কুমান ভারতের বিহারের বাসিন্দা। তিনি কলকাতার সাগর দত্ত হাসপাতালের সরকারি চিকিৎসক। তিনি বাবার ইচ্ছা পূরণ করতে হেলিকপ্টর ভাড়া করেছিলেন বলে জানান।

জানা যায়, ৩৫ বছরের ছেলের বিয়ে নিয়ে উদ্বিগ্ন ছিলেন প্রভাত কুমারের বাবা পেশায় কৃষক রামানন্দ সিং। কঠিন অসুখে ভুগছিলেন তিনি।রক্তে সংক্রমণজনিত সমস্যা ছিল তার। এর মধ্যেই ২৮ বছরের নিশি কুমারীর সঙ্গে প্রভাতের বিয়ে পাকা হয়।

কিন্তু এর দুইদিন পরেই মৃত্যু হয় রামানন্দ সিংয়ের। তার আগেই সন্তানের কাছে বিশেষ আবদার করেছিলেন তিনি। কষ্ট করে ডাক্তারি পড়ানো ছেলের কাছে বাবা আবদার করেন, হেলিকপ্টারে চড়বেন তিনি। বিয়ের দিন হেলিকপ্টারে করে ছেলের শ্বশুরবাড়িতে যেতে চান রামানন্দ।

তাই অসুস্থ বৃদ্ধ বাবার ইচ্ছেপূরণে সেই মতো ব্যবস্থা নেন প্রভাত কুমার। দিল্লির একটি বেসরকারি সংস্থা থেকে ২০ লাখ টাকা দিয়ে হেলিকপ্টার ভাড়া করেন তিনি। কিন্তু বাগদানের দু’দিন মধ্যেই প্রয়াত হন রামানন্দ সিং।

তবে বাবার শেষ ইচ্ছে ভোলেননি প্রভাত কুমার। সেই কথা মাথায় রেখেই হেলিকপ্টার চড়ে বিয়ে করতে যান তিনি। এই নিয়ে পুরো দেশে শোরগোল পড়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। তবে প্রভাতের মন ভালো নেই। কারণ লাখ লাখ টাকা খরচ করেও বাবার শেষ ইচ্ছে পূরণ হয়নি!

4 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন