২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

১ টাকার কয়েন পানিতে ভাসলেই ৫ কো’টি।

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১২:৫৯ পূর্বাহ্ণ, ০৩ জুন ২০২০

বার্তা পরিবেশক, অনলাইন :: এক টাকার কয়েন পানিতে ভাসালেই পাওয়া যাবে পাঁচ কোটি টাকা। বর্তমানে এমনই একটি খবর সোশ্যাল মিডিয়ায় হয়েছে ভাইরাল। ঘটনাটি আসলে কি সত্য?
এমন খবরের পর বিভিন্ন দোকান থেকে এই এক টাকার কয়েন কিনতে অনেককে দেখা গেছে।এর আগেও বহুবার এই কয়েন বিভ্রান্তিতে পড়েছিল লাখ লাখ মানুষ।
আবার নতুন করে এই শিরোনাম সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। আর এ নিয়ে সৃষ্টি হয়েছে নানা বির্তক। তবে সুশীল সমাজ এমন খবরকে গুজব বলেই উড়িয়ে
দিচ্ছেন।তাদের মতে, পৃথিবীর ইতিহাসে কোনোদিন এ ধরনের ঘটনা ঘটেনি। এমনকি আগামীতেও হবে না।
এক শ্রেণির মানুষ সমাজের সহজ-সরল মানুষগুলোকে বোকা বানানোর জন্যই এমন খবর প্রচার করছে।
রাজধানীর এক দোকানদার জানান, বেশ কয়েকদিন ধরেই এই ১ টাকার কয়েন নেয়ার জন্য আমার কাছে কয়েকজন লোক এসেছিল। আমার দোকানে এই কয়েন নেই।
আমিও এমন ধরনের একটা খবর কয়েকদিন ধরে শুনছি।রাজধানীর উত্তরার এক ভিক্ষুক জানান, আমার কাছে এক টাকার কয়েন আছে কিনা কয়েকটি লোক জানতে চেয়েছিল।
আমার কাছে নেই শুনে তারা চলে যায়।এ প্রসঙ্গে জাতীয় রাজস্ব বোর্ডের কর জরীপ ও পরিদর্শন বিভাগের সদস্য মো. মেহতাহ উদ্দীন খান বলেন,
এই কয়েন কি কাজে ব্যবহার করা হয় তা সঠিকভাবে জানা নেই। সম্ভবত দামী কোন গহনা তৈরিতে এটির ব্যবহার হতে পারে তিনি আরো বলেন, আমার মনে হয় এটা রাজস্ব বোর্ডের কিছু না।
এটা যদি এমন হয়ে থাকে তাহলে আমার থেকে বাংলাদেশ ব্যাংকের কোনো সদস্য বেশি বলতে পারবে।এ বিষয়ে মোহাম্মদপুর থানার ওসি বলেন, আমাদের কাছে এমন খবর এখনো আসেনি। আমি মনে করি এটা প্রতারণা ছাড়া আর কিছুই না। একটি স্বার্থান্বেষী মহল এ ধরনের খবর রটাচ্ছে
আরো পরুন,দেশপ্রেমিক জনগণের আন্দোলনের মূর্তপ্রতীক পরিণত হয়েছেন শহীদ আবরার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আধিপত্যবাদী অপশক্তি ও তাদের এ দেশীয় দোসরদের বিরুদ্ধে দেশপ্রেমিক জনগণের আন্দোলনের মূর্তপ্রতীকে পরিণত হয়েছেন শহীদ আবরার ফাহাদ। আবরার বর্তমান দুরাচার সরকারের বিরুদ্ধে কেবল বলিষ্ঠ কণ্ঠস্বরই নয়,
শহীদ আবরার এখন দেশপ্রেমের প্রতীক।শুক্রবার নয়াপল্টনে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের বিক্ষোভ মিছিল শেষে এক পথসভায় তিনি এসব কথা বলেন।ভারতের সঙ্গে চুক্তি ও বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে হত্যার প্রতিবাদ এবং বিএনপি চেয়ারপারসন কারাবন্দি খালেদা জিয়ার মুক্তির দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।রিজভী বলেন, ‘বুয়েটের মেধাবী শিক্ষার্থী আবরার ফাহাদ হ`ত্যা নিছক একটি হ“ত্যাকাণ্ড নয়।আমাদের রাষ্ট্র, সমাজ ও চিন্তা-চেতনায় যে পচন ধরেছে, আবরার হ`ত্যা তারই ন`গ্ন বহির্প্রকাশ
অবৈধ চুক্তি নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাসই ছিল আবরার ফাহাদের অপরাধ। আবরার বাংলাদেশের স্বার্থের পক্ষে, বাংলাদেশের জনগণের ন্যায্য অধিকারের পক্ষে কথা বলায়, এ দেশীয় তাবেদাররা তাকে সহ্য করতে পারেননি। আর পারেননি বলেই আবরারকে নি`র্ম`মভাবে হ`ত্যা করে আধিপত্যবাদী অপশক্তি বাংলাদেশের বিরোধী গোষ্ঠীকে তারা একটি সতর্ক বার্তা দিয়েছেন।
তিনি আরও বলেন, আবরারের মৃ`ত্যু কোনো সাধারণ মৃ`ত্যু নয়। তবে তার মৃ`ত্যু দেশপ্রেমিক জনগণকে একটি সুস্পষ্ট বার্তা দিয়েছে, আর তা হলো- সাহসিকতার সঙ্গে বাংলাদেশের স্বার্থরক্ষায় ঐক্যবদ্ধ হয়ে বর্তমান আওয়ামী জুলুমবাজ সরকারের বিরুদ্ধে সোচ্চার হওয়া।‘আর এই বার্তা থেকেই বিএনপিসহ সব রাজনৈতিক দল, সংগঠন ও সর্বস্তরের মানুষ আবরার হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হয়েছে এর আগে সকাল সাড়ে ১০টায় একটি বিক্ষোভ
মিছিলটি নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে নাইটিঙ্গেল মোড় ঘুরে আবারও বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এসে শেষ হয়।মিছিলে নেতৃত্ব দেন রুহুল কবির রিজভী। মিছিলে অংশগ্রহণ করেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক নাদিম চৌধুরী, অধ্যক্ষ সেলিম মিয়া, জাকির হোসেন খান, ওমর ফারুক পাটোয়ারী,
লোকমান হোসেন হাওলাদার, শাহ আলম, জহিরুল ইসলাম বাশার, এমএ হান্নান, কবির উদ্দিন মাস্টার, সাইদুল ইসলাম টুলু, সদস্য শহিদুল ইসলাম পামেল, জাহিদুল আলম মিলন, হিমু, তানভীর আহমেদ, আহমেদ সোহেল মামুন এবং মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ জেলা ও নারায়ণগঞ্জ মহানগরের মৎস্যজীবী দলের নেতৃবৃন্দ।আর পথসভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের আহ্বায়ক রফিকুল ইসলাম মাহতাব এবং সঞ্চালনা করেন সদস্য সচিব আবদুর রহিম।

6 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন