২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

২৫ কোটি টাকা মূল্যের কুকুর!

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৬:৫৩ অপরাহ্ণ, ০৮ জানুয়ারি ২০২৩

২৫ কোটি টাকা মূল্যের কুকুর!

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: একটি ককেশিয়ান শেফার্ড কুকুর কিনতে সম্প্রতি ২৫ কোটিরও বেশি টাকার প্রস্তাব দিয়েছিলেন হায়দরাবাদের এক ব্যবসায়ী। কিন্তু সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন কুকুরটির মালিক ভারতের বেঙ্গালুরুর সতীশ এস।

দক্ষিণ ভারতের এই পোষ্যটি এখন লাইমলাইটে। ককেশিয়ান শেফার্ড জাতের এই কুকুরটির আদরের ডাক নাম ‘ক্যাডাবম্বস হায়দার।’

হায়দরাবাদের এক ব্যবসায়ী কুকুরটি পেতে ২৫ কোটি ২৩ লাখ ২৪ হাজার টাকা গুনতে চেয়েছিলেন।

ওই পোষ্যের অভিভাবক ভারতের ডগ ব্রিডার্স অ্যাসোসিয়েশনের সদস্য বলে জানিয়েছে। সূত্র : এনডিটিভি

১০০ কেজি ওজনের ওই কুকুরের তেজ কোনো সিংহের থেকে কম নয়। সতীশ বলছেন, দেড় বছর বয়সি কুকুরটি সিংহীর মতো।

এই কুকুরের মাথা ৩৮ ইঞ্চি এবং কাঁধ ৩৪ ইঞ্চি চওড়া। এই বিশালার কুকুরের ছবি নেট পাড়ায় এখন ব্যাপক ভাইরাল।

কুকুরের এক একটি পা দুই লিটারের কোমল পানীয়র বোতলের মতো চওড়া। এ পর্যন্ত বহু প্রতিযোগিতায় এই কুকুর অংশ নিয়ে ৩২টি মেডেল জিতেছে এই পোষ্য।

জর্জিয়া, আর্মেনিয়া, আজারবাইজান, তুরস্ক, রাশিয়া, দাগেস্তানের মতো দেশে ককেশিয়ান শেফার্ড পাওয়া যায়।

২০১৬ সালে কোরিয়ান ম্যাস্টিফ শাবকও দুই কোটি টাকায় ভারতে এনেছিলেন সতীশ।  গত ২০ বছর ধরে ভারতে ককেশিয়ান শেফার্ডেরও কুকুরের সংখ্যা বাড়ানোর চেষ্টা করছেন।’

16 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন