১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

২ ঘণ্টায় তিনশ বস্তা লবণ বিক্রি, ক্রেতা সামলাতে না পেরে দোকান বন্ধ আটক ৪৪

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১০:৪০ অপরাহ্ণ, ১৯ নভেম্বর ২০১৯

বার্তা পরিবেশক, অনলাইন:: গুজব ছড়িয়ে বেশি দামে লবণ বিক্রির অপরাধে বগুড়ায় ৪৪ জনকে আটক করেছে পুলিশ। রবিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত শহর ও শহরতলীর বিভিন্ন এলাকায় অভিযান চালায় বগুড়া জেলা পুলিশ। এদিকে দুপুর থেকে লবণ কিনতে ক্রেতারা হুমড়ি খেয়ে পড়লে বাধ্য হয়ে দোকান বন্ধ করে দিয়েছেন অনেক ব্যবসায়ী।

বিকেলেও একই চিত্র দেখা দিলে সদর থানার পুলিশ এসে অনাকাঙ্খিত ঘটনা এড়াতে অনেককে দোকান বন্ধ করে দিতে বলেন। এদিকে ক্রেতা সামলাতে না পেরে অনেক ব্যবসায়ী দোকান বন্ধ করে বাড়ি চলে যান।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ এসএম বদিউজ্জামান জানান, গুজব ছড়িয়ে পড়ার পর মাঠে নামে পুলিশ। বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গুজব ছড়িয়ে বেশি দামে লবণ বিক্রির অপরাধে ৪৪ জনকে আটক করা হয়েছে। অভিযান অব্যাহত আছে। যারাই গুজব ছড়িয়ে বেশি দামে লবণ বিক্রি করবে শান্তি শৃঙ্খলা রক্ষায় তাদের আটক করা হবে।

1 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন