২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

৩ দিন ধরে থানায় শিশুটি

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১১:১৩ অপরাহ্ণ, ১৭ নভেম্বর ২০১৯

সুজন নামের পাঁচ বছরের এক শিশু তিনদিন ধরে রাউজান থানায় রয়েছে। তার কোনো পরিচয় মিলছে না। শিশুটি শুধু জানে তার বাবার নাম জজ মিয়া আর মায়ের নাম চম্পা। বাড়ির ঠিকানার কথা জানতে চাইলে শিশুটি শুধু বলছে, তার বাড়ি সিএমবি! এতটুকুই বলতে পারে সে, এর বেশি কিছুই জানে না।

জানা যায়, গত শুক্রবার নোয়াপাড়া পথের হাট নামের একটি বাজারের জান্নাত হোটেলে শিশুটিকে পাওয়া যায়। সেখান থেকে স্থানীয়রা তাকে নোয়াপাড়া পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত উপপরিদশক (এসআই) শেখ জাবেদ মিয়ার হেফাজতে দিয়ে দেন।

বর্তমানে শিশুটি রাউজান থানার নারী পুলিশ সদস্যদের সঙ্গে রয়েছেন। তারা নতুন জামাও কিনে দিয়েছেন শিশুটিকে। রাউজান থানায় গিয়ে দেখা যায়, শিশুটি পুলিশ সদস্যদের সঙ্গে খুব আনন্দে আছে।

এই বিষয়ে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেপায়েত উল্লাহ বলেন, তিনদিন ধরে শিশুটি থানা হেফজতে আছে, এখনো পরিচয় জানা যায়নি। শিশুটিকে কেউ চিনে থাকলে রাউজান থানায় যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

তবে প্রকৃত বাবা-মা ছাড়া কারও কাছে সুজনকে হস্তান্তর করা হবে না বলেও জানান ওসি।

3 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন