২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

৪০০ ভিক্ষুককে খাদ্য সহায়তা দিল পুলিশ

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৯:১৭ অপরাহ্ণ, ০৬ এপ্রিল ২০২০

করোনা প্রাদুর্ভাবে ঘরবন্দি শরীয়তপুরের তালিকাভুক্ত ৪০০ ভিক্ষুককে খাদ্য সহায়তা দিয়েছেন জেলা পুলিশ ও শরীয়তপুর কমিউনিটি পুলিশ। পালং মডেল থানা চত্বরে সোমবার (৬ এপ্রিল) বেলা সাড়ে ১১ টায় পুলিশ সুপার এস এম আশরাফুজ্জামান উপস্থিত থেকে তাদের হাতে খাদ্য সহায়তা তুলেদেন।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার, শরীয়তপুর জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি নুর মোহাম্মদ কোতোয়াল, শরীয়তপুর প্রেসক্লাবের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, অতিরিক্ত পুলিশ সুপার এস এম মিজানুর রহমান, তানভীর হায়দার শাওন, পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসলাম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

6 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন