২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

৮ বছরের শিশুদের দেওয়া হচ্ছে মারণাস্ত্র চালানোর প্রশিক্ষণ!

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৭:১০ অপরাহ্ণ, ১৩ নভেম্বর ২০১৮

মাত্র ৮ বছরের শিশুদের দেওয়া হচ্ছে মারণাস্ত্র চালানোর প্রশিক্ষণ! ইউক্রেনের এমনই চাঞ্চল্যকর তথ্য খবরে উঠে এসেছে৷ দেশটির এক ন্যাশনালিস্ট ক্যাম্পে মারণাস্ত্র চালানোর প্রশিক্ষণের কিছু ছবি সম্প্রতি প্রকাশ করেছে আর্ন্তজাতিক মিডিয়া।

বিভিন্ন আর্ন্তজাতিক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ক্যাম্পে কম বয়সী ছেলে-মেয়েদের একে-৪৭ চালানোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে৷ রাশিয়ার বিরুদ্ধে লড়তে এভাবেই নিজেদের দেশকে প্রস্তুত করা হচ্ছে বলে জানানো হচ্ছে৷ কিছু ক্ষেত্রে ট্রেনিং ড্রিলে হঠাৎ গ্রেনেড বিস্ফোরণ করা হয় এবং বাচ্চারা লড়াইয়ের প্রশিক্ষণের জন্য বেরিয়ে পড়ে৷ এই ক্যাম্পের আয়োজন করেছে দেশটির ‘nationalist svaboda party’।

প্রসঙ্গত, রাশিয়া এবং ইউক্রেনে মধ্যে দীর্ঘদিন ধরে সংঘাত চলছে৷ আর তা নিয়েই ন্যাশনালিস্ট পার্টি নিজেদের এই অভিযানকে আরো এগিয়ে নিয়ে যাচ্ছে ৷

এক সময় ক্যাম্প টার্নোপিল নামের একটি জায়গাতে এ প্রশিক্ষণ দেওয়া হয়েছিল৷ ঘন জঙ্গলের মধ্যেই মূলত এই ক্যাম্পগুলো৷ যদিও ওই ক্যাম্পের এক ইনস্ট্রাক্টর দাবি করছেন, শিশুদের তারা কখনোই অন্যদের ওপর বন্দুক চালানোর কথা বলেন না৷

0 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন