২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

৯৩০ আলোকবর্ষ দূরে উষ্ণ বিন্দুর সন্ধান পেলেন বিজ্ঞানীরা

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১১:৪৩ অপরাহ্ণ, ২৮ জুন ২০১৯

পৃথিবী থেকে ৯৩০ আলোকবর্ষ দূরে এক রহস্যজনক উষ্ণ বিন্দু দেখতে পেলেন বিজ্ঞানীরা। একদম অপ্রত্যাশিতভাবেই এই বিন্দু দেখা গেছে। আমাদের সৌরজগতের বাইরে অন্য কোথাও এক গ্রহের উপস্থিতির প্রমাণ দিচ্ছে এই আলোকবিন্দু।

প্রায় ১০ বছর আগে Exoplanet CoRoT-2b নামে এক গ্রহ আবিষ্কৃত হয়। সেই গ্রহেই পাওয়া গেছে এই আলোকবিন্দু। এই গ্রহকে ‘হট জুপিটার’ও বলা হয়। এই গ্রহ তার নক্ষত্রের খুব কাছাকাছি রয়েছে, তাই একে হট জুপিটার বলা হয়।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, ওই গ্রহে প্রবল বেগে হাওয়ার প্রমাণ পাওয়া গেছে। নিকোলাস কোয়ান নামে এক অ্যাস্ট্রোনোমার জানিয়েছেন, এই ধরনের একাধিক গ্রহ আগেও খুঁজে পাওয়া গিয়েছিল। সেগুলির সবকটিতেই পূর্বদিকে হাওয়া বইতে দেখা গেছে। এক্ষেত্রেও তার ব্যতিক্রম নয় বলেই মনে করা হচ্ছে।

2 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন