ছাত্রদল কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আকরামুল হোসান মিন্টুকে গ্রেফতারের প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল করেছে বরিশাল জেলা ও মহানগর ছাত্রদল। শনিবার দুপুরে পৃথক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলগুলো নগরীর বিভিন্ন স্থান প্রদক্ষিণ শেষে পথসভা করে।
বিএম কলেজ ছাত্রদল নেতা আরাফাত হোসেন অনিকের নেতৃত্বে নগরীর বটতলা এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বটতলা পুলিশ ফাঁড়ির সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়।
এদিকে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সুজনের নেতৃত্বে বগুড়া রোড থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। পৃথক পথসভায় নেতাকর্মীরা অবিলম্বে আকরামুল হাসান মিন্টুর নিঃশর্ত মুক্তি দাবি করেন।
খবর বিজ্ঞপ্তি, বরিশালের খবর