বাকেরগঞ্জ উপজেলার খাসেরহাট চর থেকে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক রোমান হোসেনের (২০) গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরের দিকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় পুলিশ আমানুল্লাহ ও মো. রোহান নামে দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে উত্তেজিত জনতা ।
জানা গেছে, রোববার (৩১ ডিসেম্বর) দুপুরের দিকে দুইজন যাত্রী নিয়ে নলছিটি থেকে দপদপিয়া যাওয়ার পর নিখোঁজ হয় নলছিটি উপজেলার খোঁজাখালী গ্রামের মাছ ব্যবসায়ি মো. বাদশার ছেলে রোমান। এরপর রোমানের পিতা-মাতা তার সন্ধান চালাতে থাকে।
সোমবার বেলা ১১টার দিকে বাকেরগঞ্জের জোলাখালী এলাকার জনৈক মেম্বর নলছিটি পৌর কাউন্সিলর নুরুল আলম স্বপনকে ফোনে রোমান হত্যাকান্ডের ঘটনা অবহিত করেন। খবর পেয়ে রোমানের পিতা-মাতা বাকেরগঞ্জ থানায় গিয়ে লাশ সনাক্ত করেন।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এজেডএম মাসুদুজ্জামান জানান, খয়রাবাদ নদীর খাসেরহাট চর থেকে এসআই মোমিন এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে। এসময় জনতার হাতে আটক আমানুল্লাহ নামের এক যুবককে পুলিশ থানায় নিয়ে আসে। আমানুল্লাহ নলছিটি পৌর এলাকার খোঁজাখালী গ্রামে মাওলানা আলাউদ্দিনের ছেলে।
ওসি আরো জানান, এ ঘটনায় বাকেরগঞ্জ থানায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এদিকে নলছিটি থানার এসআই মিজানুর রহমান জানান, মোটরসাইকেল চালক রোমান হোসেনকে গলাকেটে হত্যার ঘটনায় সোমবার বিকেলে মো. রোহান নামে একজনকে স্থানীয় জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। তাকে বাকেরগঞ্জ থানায় হস্তান্তর করা হবে।
শিরোনামঝালকাঠির খবর