ঝালকাঠির নলছিটি থানায় নতুন ওসি হিসেবে মো. সাখাওয়াত হোসেন যোগদান করেছেন। তিনি সোমবার রাত সাড়ে ৯টার দিকে নলছিটি থানায় যোগদান করেন।
এর আগে তিনি ঢাকা মেট্টোপলিটন ডিবি, বরিশাল মেট্টোপলিটন ডিবি, বরিশাল কোতয়ালী এবং বরিশাল বিমান বন্দর থানায় ওসি হিসেবে দায়িত্ব পালন করেন।সাখাওয়াত হোসেনের বাড়ি পিরোজপুরের নেছারাবাদ এলাকায়।
ঝালকাঠি জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এম.এম মাহমুদ হাসান নলছিটি থানার ওসির বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।
নতুন ওসি মো. সাখাওয়াত হোসেন জানান, রাত থেকেই তিনি কাজ শুরু করেছেন। মাদক ও জঙ্গি দমনে জিরো টলারেন্স নীতিতে কাজ করা হবে। এজন্য জনপ্রতিনিধি, সাংবাদকর্মী ও সাধারণ মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।
সদ্য বিদায়ী নলছিটি থানার বহু বিতর্কিত ওসি একেএম সুলতান মাহমুদ সোমবার রাতে নতুন ওসির কাছে থানার দায়িত্ব অর্পণ করে কর্মস্থল ত্যাগ করেছেন। তাকে কোর্ট ইন্সপেক্টর হিসেবে ঝালকাঠিতে বদলি হয়েছে।
খবর বিজ্ঞপ্তি, ঝালকাঠির খবর