২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

১৯ ফেব্রুয়ারি ২১তম রাষ্ট্রপতি নির্বাচন: আইনমন্ত্রী

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১১:১০ অপরাহ্ণ, ২২ জানুয়ারি ২০১৮

আগামী ১৯ ফেব্রুয়ারি ২১তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আইনমন্ত্রী আনিসুল হক বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন। সোমবার রাতে রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি একথা জানান। তবে নির্বাচন কমিশন বলেছে, রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে এখনও তারা চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেয়নি।

আইনমন্ত্রী বলেন, ‘নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমি জানতে পেরেছি আগামী ১৯ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি নির্বাচন হবে। এ বিষয়ে তাদের প্রজ্ঞাপন দেওয়ার কথা রয়েছে।’

এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব.) শাহাদাৎ হোসেন চৌধুরী বলেন, ‘রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। নির্বাচনের তফসিল হলে আপনারা জানতে পারবেন।’

আইনমন্ত্রীর মন্তব্য সম্পর্কে জানতে চাইলে বলেন, ‘উনি (আনিসুল হক) একজন সিনিয়র মন্ত্রী। ওনার বক্তব্যের বিষয়ে কোনও মন্তব্য করতে চাই না।’
ইসি সূত্রে জানা যায়, আগামী বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে কমিশনে আনুষ্ঠানিক বৈঠক হবে। ওই বৈঠকে তফসিল ঘোষণার সিদ্ধান্ত আসতে পারে বলে কমিশনের একাধিক কর্মকর্তা নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, দেশের ২১তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য সোমবার বিকালে নির্বাচন কমিশনারদের এক জরুরি বৈঠকে প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করতে কমিশন সচিবালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে। এরপরই কমিশনের কর্মকর্তারা মনোনয়নপত্র তৈরিসহ অন্যান্য প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু করেছেন। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা শিগগিরই জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপরই এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

1 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন