১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

নারীদের পেছনে রেখে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়: শিল্পমন্ত্রী

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১১:০৯ অপরাহ্ণ, ২৬ জানুয়ারি ২০১৮

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, দেশের জনসংখ্যার অর্ধেকই নারী। এই নারীদের পেছনে রেখে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। বর্তমান সরকার এজন্য নারীর ক্ষমতায়নের ওপরে বিশেষ গুরুত্ব দিয়ে বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাচ্ছে।

তবে একটি মৌলবাদী গোষ্ঠি ধর্মের অপব্যখ্যা দিয়ে নারীর অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার চেষ্টা আজও অব্যহত রেখেছে। তাই দেশের অগ্রয়াত্রায় আমাদের কন্যাদের দৃঢ় মনোবল নিয়ে সকল প্রতিবন্ধকতা উপেক্ষা ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।

শুক্রবার সন্ধ্যায় ঝালকাঠি হরচন্দ্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রথমবারের মত কন্যা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মন্ত্রী।

অনুষ্ঠানে শারমিন মৌসুমী কেকার সভাপতিত্বে জেলা প্রশাসক মো: হামিদুল হক, পুলিশ সুপার মো: জোবায়েদুর রহমান, জেলা পরিষদ প্রশাসক সরদার মো: শাহ আলম, জেলা আওয়ামী লীগ সম্পাদক খান সাইফুল্লাহ পনির বক্তব্য রাখেন।

বিভিন্ন পেশায় সাফল্য অর্জনকারী কন্যাদেরকে সম্মাননা ক্রেস্ট এবং  জেলার রত্নগর্ভা মায়েদেরও সম্মাননা  দেয়া হয়। রাতে দেশের জনপ্রিয় সংগীত শিল্পি মমতাজ বেগম পরিবেশনা করেন।

4 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন