সংরক্ষিত মহিলা (বরগুনা-৩১৩) আসনের সংসদ সদস্য বেগম নাসিমা ফেরদৌসী ব্যক্তিগত গাড়িতে আগুন লেগেছে, তবে তখন তিনি গাড়িতে ছিলেন না।
রোববার দুপুরে রাজধানীর হাই কোর্টের সামনের কদম ফোয়ারা থেকে শিক্ষা ভবনের দিকে যাওয়ার সময় ওই গাড়িতে আগুন লাগে। পরে ফুলবাড়িয়া থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভায়।
সাংসদের ওই ব্যক্তিগত গাড়িতে ছিলেন তার ছেলে মাহমুদুল হাসান সুমন।
কীভাবে আগুন লাগল জানতে চাইলে তিনি বলেন, “গাড়ির সামনের দিকে হাঠৎ আগুন দেখে আমরা দ্রুত নেমে যাই। পরে আগুন পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে।”
ঢাকা মহানগর পুলিশের রমনা জোনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মোহাম্মদ আহসান বলেন, “যান্ত্রিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে গাড়িতে। এমপি মহোদয়ের ছেলে ছিলেন গাড়িতে। আগুন লাগার পরপরই তারা বেরিয়ে আসেন।
পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিভিয়ে ফেলে বলে জানান তিনি।
শিরোনামজাতীয় খবর, বরগুনা