এক বছরের জন্য পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ছাত্রলীগের বরিশাল ক্যাম্পাস শাখার ১৬ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার রাতে পবিপ্রবি শাখা ছাত্রলীগের সভাপতি মোশায়েদুল ইসলাম সাদি ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে মো. আবির মাহমুদকে সভাপতি ও শাওন দেবনাথকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন; সহ-সভাপতি আতিকুর রহমান মিলন, মো. ফেরদাউস, আশ্রাফুল হোসেন, বখতিয়ার কাকি, যুগ্ম সাধারণ সম্পাদক তালহা ইবনে মহউদ্দিন, তাহজীব মন্ডল নিশাত, মেহেদি হাসান ইরান, এম,এ জাবির, সাংগঠনিক সম্পাদক ইফতেখারুল হাসান রাফি, রাজন আহম্মেদ রিফাত, তারেক হোসেন সজল, সুশংকর দে সুপ্ত, দপ্তর সম্পাদক স্বপন চন্দ্র হাওলাদার ও প্রচার সম্পাদক মোহাম্মদ সাকিব।
এদিকে পৃথক এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহউদ্দিন জাহাঙ্গীর হল শাখার কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটিতে আল-আমিন সাকিরকে সভাপতি ও তুখলিফুল রিয়াদ মুইনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
পবিপ্রবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব বলেন, আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত যাচাই-বাছাই করে যোগ্য প্রার্থীদের পদ দেওয়া হয়েছে। যারা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করে ছাত্রলীগের নিয়মিত কর্মসূচিতে অংশগ্রহণ করে, সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করে এবং যাদের বিরুদ্ধে কোন অভিযোগ নেই তাদেরকে এ কমিটিতে মূল্যায়ন করা হয়েছে।
ক্যাম্পাসের খবর, খবর বিজ্ঞপ্তি, পটুয়াখালি