২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

বরিশালে অগ্নিকান্ডে ২ বসতঘর পুড়ে ছাই

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৭:১৫ অপরাহ্ণ, ২৯ জানুয়ারি ২০১৮

বরিশাল নগরের কাউনিয়া জানুকিসিংহ রোডে অগ্নিকান্ডে দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার দুপুরে বৈদ্যুতিক বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জানুকিসিংহ রোড সংলগ্ন বাবুল মঞ্জিলের দুটি টিনশেড ঘরে মজিবুর রহমান ও তার ৪ ভাড়াটিয়া বসবাস করে আসছিল।  ভাড়াটিয়া নান্নু মৃধার (রাজমিস্ত্রি) বন্ধ ঘর থেকে ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। কিন্তু তার আগেই আগুন পাশাপাশি দুটি টিনশেড ঘরে ভয়াবহ আকারে ছড়িয়ে পড়লে স্থানীয়রা তা নেভানোর চেষ্টা করে।  ঘটনাস্থলে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা এসে প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও দুটি ঘরই পুরোপুরি ভস্মিভূত হয়ে যায়।

ফায়ার সার্ভিসের বরিশাল সদর স্টেশনের অপারেশন অফিসার ইউনুচ মিয়া জানায়, আগ্নিকান্ডে প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে আমরা প্রায় ১০ লক্ষ টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছি।

0 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন