ভোলার দৌলতখান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ভবানীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলাম নবী নবু তার ফেসবুক আইডি হ্যাকিংয়ের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন।
রোববার বিকেল ৪টার দিকে ইউপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রতিবাদ জানান চেয়ারম্যান।
সংবাদ সম্মেলনে গোলাম নবী লিখিত বক্তব্যে জানান, গত ২৩ জানুয়ারি প্রথম তার ফেসবুক আইডিটি হ্যাক হয়। পরে ২৫ জানুয়ারি আবারও আইডিটি হ্যাক করা হয়। এ বিষয়ে গত শুক্রবার তিনি দৌলতখান থানায় অজ্ঞাত ব্যাক্তিদের নামে সাধারণ ডায়েরি করেছেন।
লিখিত বক্ত্যবে ইউপি চেয়ারম্যান আরও বলেন, ‘আমার ব্যাক্তিগত, সামাজিক ও রাজনৈতিক মূল্যবোধকে হেয় প্রতিপন্ন করার জন্য একটি মহল আড়াল থেকে আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে।’
এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দৌলতখান পৌর আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম ও ভবানীপুর ইউপির সদস্যরা।
খবর বিজ্ঞপ্তি, ভোলা