২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

৯ বছর পর বরগুনা জেলা বিএনপির কমিটি গঠন

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৮:৩৬ অপরাহ্ণ, ৩০ জানুয়ারি ২০১৮

মো. নজরুল ইসলাম মোল্লাকে সভাপতি ও অ্যাডভোকেট মো. হালিমকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৬৩ সদস্য বিশিষ্ট বরগুনা জেলা কমিটি গঠন করা হয়েছে।

দীর্ঘ প্রতীক্ষার পর এ কমিটি হওয়ায় আনন্দ প্রকাশ করেছেন দলের নেতাকর্মীরা। সোমবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ৬৩ সদস্য বিশিষ্ট বরগুনা জেলা কমিটির অনুমোদন দেন। তবে আগামী ৩০ দিনের মধ্যে নবনির্বাচিত কমিটিকে ১৫১ সদস্য বিশিষ্ট পুর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে ২০০৯ সালে সম্মেলনে মাহবুবুল আলম ফারুক মোল্লাকে সভাপতি ও এসএম নজরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্যবিশিষ্ট জেলা বিএনপির কমিটি ঘোষণা করা হয়। এরপর আর কোনো কমিটি হয়নি।

দীর্ঘ নয় বছর পর নতুন কমিটি পাওয়ায় আনন্দ প্রকাশ করেছেন দলের বড় একটি অংশ। অন্যদিকে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন না করায় ক্ষোভও প্রকাশ করেছেন বর্তমান সভাপতি ও সম্পাদক সমর্থিত একটি অংশ।

এ বিষয়ে জানতে চাইলে বর্তমান সভাপতি মো. মাহবুবুল আলম ফারুক মোল্লা বলেন, দলের ত্যাগী নেতাদের বাদ দিয়ে এ কমিটি গঠন করা হয়েছে। যারা বিগত দিনে দলের খারাপ সময়ে পাশে ছিলো তারা এই কমিটিতে নেই।

নতুন কমিটি অনুমোদন দেওয়ার বিষয়টি নিশ্চিত করে সদ্য অনুমোদিত বরগুনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. মো. হালিম বলেন, নতুন কমিটি গঠন করায় নেতাকর্মীদের মধ্যে সাংগঠনিক দক্ষতা ফিরে আসবে। একইসঙ্গে সবাইকে সঙ্গে নিয়ে আগামী দিনে বরগুনায় বিএনপিকে সংগঠিত করতে কাজ করবেন বলে তিনি মন্তব্য করেন।

বরগুনা জেলা বিএনপির সদ্য অনুমোদন পাওয়া সভাপতি ও কেন্দ্রীয় বিএনপি নেতা মো. নজরুল ইসলাম মোল্লা বরগুনা জেলা বিএনপির কমিটি অনুমোদন দেওয়ায় দলের চেয়ারপার্সন খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বরগুনাবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানান।

 

6 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন