২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

স্ত্রীকে হত্যাচেষ্টা মামলায় স্বামীসহ দুই ভাসুরের কারাদন্ড

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৮:২৯ অপরাহ্ণ, ৩১ জানুয়ারি ২০১৮

ঝালকাঠি রাজাপুরে স্ত্রীকে হত্যাচেষ্টা মামলায় স্বামীসহ দুই ভাসুরকে ৯ বছরের কারাদন্ড ও ১৬ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১০ মাসের কারাদন্ডের দিয়েছে আদালত। বুধবার সকালে ঝালকাঠি চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবু শামীম আজাদ এ রায় প্রদান করেন।

দন্ডপ্রাপ্তরা হলেন রাজাপুর উপজেলার জগাইরহাট গ্রামের মোজাম্মেল হোসেন হাওলাদারের তিন ছেলে বাদল হাওলাদার, দেলোয়ার হোসেন ও আনোয়ার হোসেন। রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে অনধিকার গৃহে প্রবেশ, গুরুতর আঘাত ও হত্যাচেষ্টার পৃথক তিনটি ধারার অপরাধ প্রমাণ করতে পারায় আদালত যথাক্রমে ১ বছর, ৩ বছর ও ৫ বছরসহ মোট ৯ বছর সাজা প্রদান করেন। এর মধ্যে সর্বোচ্চ ৫ বছরের সাজা আসামিদের ভোগ করতে হবে। রায় প্রদানকালে আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

মামলার নথি সূত্রে জানা যায়, ২০১১ সালে রাজাপুর উপজেলার জগাইরহাট গ্রামের বাদি নুরুন্নাহার বেগমের সঙ্গে একই গ্রামের আসামি বাদল হাওলাদারের সাথে বিবাহ হয়। বিবাহের পর থেকেই আসামিরা বাদি নুরুন্নাহার বেগমকে যৌতুকের দাবিতে মারধর করতো। বাদি ২০১৪ সালে আসামীদের বিরদ্ধে ঝালকাঠি সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি যৌতুক আইনে মামলা দায়ের করে। এতে ক্ষিপ্ত হয়ে আসামিরা তাদের বাড়িতে বাদিকে ১০১৫ সালের ১৪ মার্চ রাত ২টায় হত্যার উদ্দেশ্যে কুপিয়ে আহত করে। এ ঘটনায় বাদি ওই বছরের ২১ মার্চ আসামিদের বিরুদ্ধে রাজাপুর থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।

4 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন