২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

হামলাকারীর পরিচয় শনাক্ত

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১২:১১ পূর্বাহ্ণ, ০৪ মার্চ ২০১৮

বিশিষ্ট লেখক, সাহিত্যিক, শিক্ষাবিদ ও সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলাকারীর পরিচয় পাওয়া গেছে।

হামলাকারীর নাম ফয়জুর রহমান। তিনি শাবি বিশ্ববিদ্যালয়ের পাশেই থাকেন। তিনি মাদ্রাসার ছাত্র বলে জানা গেছে।

এর আগে শনিবার (০৩ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এক অনুষ্ঠানে হামলার শিকার হন অধ্যাপক জাফর ইকবাল। পরে সন্ধ্যা ছয়টা ২৭ মিনিটে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওটিতে নিয়ে যাওয়া হয়। ঘটনার পরপরই জনতা ওই হামলাকারীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আনা হচ্ছে।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রোবট প্রতিযোগিতার তৃতীয় দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাফর ইকবাল। সেখানেই দুর্বৃত্তরা তার উপর হামলা চালায়। তার মাথায় ধারালো অস্ত্রের আঘাতের কারণে প্রচুর রক্তক্ষরণ হয়। শিক্ষার্থীরা এসে তাকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যান।

3 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন