২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

সিলেট যাচ্ছে কাউন্টার টেররিজম ইউনিট

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১২:১৭ পূর্বাহ্ণ, ০৪ মার্চ ২০১৮

বিশিষ্ট লেখক ও শিক্ষাবিদ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালকে ছুরিকাঘাতকারী যুবককে জিজ্ঞাসাবাদ করতে সিলেট যাচ্ছে জঙ্গি দমনে পুলিশের বিশেষায়িত কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিট (সিটিটিসি)। সিটিটিসির উপ-কমিশনার মহিবুল ইসলাম খান  বিষয়টি নিশ্চিত করেছেন।

 

দায়িত্বশীল সুত্র জানিয়েছে, ড. জাফর ইকবালকে বিভিন্ন সময়ে জঙ্গিগোষ্ঠী হুমকি দিয়েছিল। এ কারণে তাকে অতিরিক্ত পুলিশি নিরাপত্তাও দেয়া হয়।

 

সব কিছু মাথায় রেখে ঘটনার তদন্ত করা হচ্ছে। শনিবার রাতের মধ্যেই তারা ঘটনাস্থলে পৌঁছবে বলে জানা গেছে।

 

এর আগে বিকেলে বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে বক্তৃতা প্রদান শেষে আইসিটি ভবনে যাবার সময় পেছন থেকে তার বুকে, গলায় ও মাথায় ছুরি দিয়ে আঘাত করা হয়।

 

রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেটের ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তির পর সেখানে ড. জাফর ইকবালের একটি অস্ত্রোপচার সম্পন্ন করা হয়। প্রধানমন্ত্রীর নির্দেশে শনিবার রাতেই বিমানবাহিনীর একটি এয়ার এ্যাম্বুলেন্সে তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে আনা হচ্ছে।

3 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন