২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

নলছিটিতে যুবকদের অনুকরণীয় দৃষ্টান্ত

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৩:৪৩ অপরাহ্ণ, ১৭ মে ২০২০

করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ঝালকাঠির নলছিটি উপজেলার নাংগুলী গ্রামের মো. তছলিম উদ্দিন খানের কবর খুঁড়ে দাফনের ব্যবস্থা করেছে ওই এলাকার কয়েকজন যুবক। চলমান করোনা পরিস্থিতিতে মানবতার কল্যাণে এটিকে বিরল দৃষ্টান্ত মনে করা হচ্ছে।

উপজেলা বিএনপির সভাপতি ওই এলাকার সন্তান অ্যাড. আনিচুর রহমান হেলাল খান উপস্থিত থেকে যুবকদের সর্বাত্মক সহযোগিতা করেন। স্থানীয় যুবসমাজের এ মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকাবাসী।

সাধারণত করোনা পরিস্থিতিতে কারো স্বাভাবিক মৃত্যু হলেও কবর খোঁড়া, জানাজা ও দাফনের কাজে কেউ এগিয়ে আসতে চায় না। কিন্তু করোনা উপসর্গ নিয়ে তছলিম উদ্দিন মৃত্যুবরণ করলেও নাংগুলী গ্রামের যুবসমাজ এ মহৎ কাজে অংশগ্রহণ করতে এগিয়ে এসেছেন।

প্রসঙ্গত, আজ রোববার (১৭ মে) সকাল সাড়ে ৮টার দিকে তছলিম উদ্দিন খান মারা যান। তিনি গত সপ্তাহে নারায়ণগঞ্জ থেকে বাড়িতে আসেন।

মৃত তছলিম উদ্দিন খান ওই গ্রামের মুনসুর আলী খানের বড় ছেলে। স্বাস্থ্য বিভাগের লোকজন গত শুক্রবার তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠিয়েছে বলে জানা গেছে।

3 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন