১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

মুজতবা আলীর মৃত্যুতে গণশিল্পী সংস্থার শোক

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১০:২৮ অপরাহ্ণ, ০৮ জুন ২০১৬

বরিশাল: বরিশালের অন্যতম সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাংবাদিক মীর মুজতবা আলী আর বেচেঁ নেই। তিনি বুধবার সন্ধ্যা ৭ টা ৫০ মিনিটে ঢাকার হলি ফ্যামিলি হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি স্ত্রী, এক ছেলে তিন মেয়ে নাতি-নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে বরিশাল সাংস্কৃতিক অঙ্গন ও মিডিয়া অঙ্গন শোকের ছায়া নেমে গেছে।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ গণশিল্পী সংস্থা বরিশাল জেলা শাখার সভাপতি শান্তি দাস, সাধারণ সম্পাদক সাঈদ পান্থ, পঙ্কজ ঘোষ, চন্দ্র শেখর বাবুলসহ সংগঠনের সদস্যরা। এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুম মীর মুজতবা আলীর শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ও মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন।

24 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন