বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০১:১৭ অপরাহ্ণ, ১০ জানুয়ারি ২০২০
নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: জাতীর জনক বঙ্গবন্ধুর ভাঙ্কর্যের পাদদেশে কেক কেটে কালের কণ্ঠের দশম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে বরিশালে। বৃদ্ধাশ্রমের পাঁচ নারীকে সঙ্গে নিয়ে কেক কাটেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান। পরে বরিশাল সদর উপজেলার বাটনা গ্রামের মুক্তিযোদ্ধা আবদুল মন্নানকে সংবর্ধনা দেওয়া হয়।
শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাব চত্বরে অবস্থিত বঙ্গবন্ধুর ভাস্কর্যের পাদদেশে বৃদ্ধাশ্রমের নারীদের শীতবস্ত্র তুলে দেন অতিথিরা। এ সময় উপস্থিত ছিলেন সাবেক সাংসদ তালুকদার মো ইউনুস, মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আসাদুজ্জামান, বিএম কলেজের ড. এ এস কাইয়ুম উদ্দিন, হাতেম আলী কলেজের অধ্যক্ষ অধ্যাপক মু. মোস্তফা কামাল, উপাধ্যক্ষ হারুন অর রশীদ, বরিশাল বিশ্ববিদ্যায়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সাংবাদিক মানবেন্দ্র বটব্যাল, এস এম ইকবাল, এস এম জাকির হোসেন, বীরপ্রতীক মহিউদ্দিন মানিক, কে বি এস আহম্মেদ কবির, লস্কর নুরুল হক, কাইয়ুম খান কায়সার, কালের কণ্ঠের ব্যুরোপ্রধান রফিকুল ইসলাম, শুভসংঘের উপদেষ্টা মুকুল দাস, সাধারণ সম্পাদক সাইদুর রহমান পান্থ, সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ প্রমুখ।