২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

নকলের দায়ে নলছিটিতে ৫ পরীক্ষার্থী বহিষ্কার

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৪:০৩ অপরাহ্ণ, ০৯ ফেব্রুয়ারি ২০২০

ঝালকাঠির নলছিটি উপজেলায় এসএসসি (ভোকেশনাল) ও দাখিল পরীক্ষায় নকল করার অপরাধে ৫ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

রোববার পরীক্ষা শুরুর পর সরকারি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ১ জন, ভরতকাঠি জি.আর মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ২ জন ও নলছিটি বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ২ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাখাওয়াত হোসেন। এ দিন এসএসসিতে (ভোকেশনাল) গণিত ও দাখিলে আরবী ২য় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বহিষ্কৃতরা হলো- সরকারি নলছিটি মার্চেন্টস মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সোহাগ মোল্লা (২৯৩৭৭০), ভরতকাঠি জি.আর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ গাজী (২৯৩৩৪৪), তিমিরকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মো. নাইম (২৯৩৫২৪), পশ্চিম কয়া দাখিল মাদরাসার শিক্ষার্থী মো. হাফিজুল ইসলাম (২০০১৫৭)  ও নলছিটি ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদরাসা শিক্ষার্থী মো. শফিকুল ইসলাম (১৯৯৯৪১)।

বহিষ্কারের বিষয়টি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাখাওয়াত হোসেন সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

1 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন